<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে প্রজনন স্বাস্থ্যবিষয়ক একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পটুয়াখালী সরকারি মহিলা কলেজ হোস্টেলের হল রুমে কলেজটির বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে প্রজনন স্বাস্থ্য বিষয়ে নারী শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় বক্তারা বলেন, প্রজনন কখন এবং কিভাবে করা উচিত তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। আমাদের প্রেক্ষাপটে প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহীতারা অসমতার মুখোমুখি হন। আর্থ-সামাজিক অবস্থান, শিক্ষার স্তর, বয়স, জাতি, ধর্ম এবং তাদের পরিবেশে উপলব্ধ সংস্থাগুলোর ওপর ভিত্তি করে বৈষম্যগুলো পরিবর্তিত হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />আমাদের দেশের প্রেক্ষাপটে স্বল্প আয়ের ব্যক্তিদের উপযুক্ত স্বাস্থ্যসেবাপ্রাপ্তি এবং প্রজনন স্বাস্থ্যসেবা বজায় রাখার জন্য উপযুক্ত জ্ঞানের অভাব রয়েছে। এটি নারীদের আইনি অধিকার। তাই এসব প্রতিবন্ধকতা আমাদের কাটিয়ে উঠতে হবে। নারীদের হতে হবে আরো সচেতন। নারীরা সচেতন হলেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আফরা তুলি, সহদপ্তর সম্পাদক হিরা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক করুনা আক্তার খায়রুন, সহক্রীড়াবিষয়ক সম্পাদক অথৈ, সদস্য ফারজানা জোহরা প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শরীয়তপুরে শুভসংঘের সচেতনতা কর্মসূচি : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন ও যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে শরীয়তপুরে কর্মসূচি পালন করেছেন শুভসংঘের সদস্যরা। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝুঁকি নিয়ে সময় না বাঁচাই, সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিপাদ্যে কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে যেসব চালক নিয়ম মেনে কাগজপত্র নিয়ে যানবাহন চালাচ্ছেন, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুভসংঘের সদস্যরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচেতনতামূলক লিফলেট ও ফুলের শুভেচ্ছা পেয়ে মোটরসাইকেলচালক মো. আতিকুর রহমান সোহেল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সেই সঙ্গে হেলমেট থেকে শুরু করে আমার সব কিছুই ঠিক ছিল, এ জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমি খুবই আনন্দিত। আমাদের সবার এসব সম্পর্কে জানা উচিত এবং সচেতন থাকা উচিত। শুধু বসুন্ধরা শুভসংঘ বলে গেল। ট্রাফিক পুলিশ বলে গেল। মামলা দিল। এতেই কিন্তু সমাধান নয়। নিজের জীবন, নিজের জন্য অন্য কাউকে যেন প্রাণ না হারাতে হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন, সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, অর্থ সম্পাদক মো. রিমন ঢালী, দপ্তর সম্পাদক ওমর বিন আলী, প্রচার সম্পাদক শাহিন আলম, সদস্য কবিরুল আলম মনির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুরাদ মুন্সি, ট্রাফিক সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য, টিএসআই চুন্নু মোল্লা, কনস্টেবল শহিদুল প্রমুখ।</span></span></span></span></p> <p> </p>