<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে সেটাই স্বাভাবিক। একই সঙ্গে তারা সংস্কারের দাবিকেও অস্বীকার করছে না। তারা দ্রুত নির্বাচন চায়। কিন্তু সেটি (নির্বাচন) খুব দ্রুত সম্ভব নয়, আবার দেরিও হচ্ছে না। রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবির প্রতি সম্মান রাখবে, সরকার এই প্রত্যাশা করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা ও বোঝাপড়া চলছে। ফলে নির্বাচন নিয়ে তারা যা-ই বলুক না কেন, সরকার চাপহীনভাবে তার কাজ করছে। গঠিত কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিলে ডিসেম্বর থেকে সংস্কারকাজ শুরু হবে। এরপর নির্বাচন। সংস্কার, বৈষম্য ও ফ্যাসিজম দূর করা ছাড়া নির্বাচন নয়, এ বিষয়ে সবার একমত হওয়া প্রয়োজন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা পরিষদ বড় হওয়ার কারণ ব্যাখ্যায় রিজওয়ানা হাসান বলেন, তাঁরা (উপদেষ্টা) সরকারে নতুন মাত্রা যোগ করবেন। তাঁদের মাধ্যমে সরকারের কাজে গতি ও দক্ষতা বাড়ার পাশাপাশি সংকট নিরসন আরো সহজ হবে। আইন-শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব গুরুত্ব বিবেচনায় উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে দপ্তর দেওয়ার বিষয়ে তিনি বলেন, কৌশলগত কারণে তাঁকে উপদেষ্টার মর্যাদা দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p> </p>