<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফের নাফ নদে মাছ শিকারে গিয়ে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত ২০ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপহরণের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অপহৃত বাংলাদেশি জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। গত ৫ নভেম্বর বিকেলে ১৭টি নৌকা নিয়ে নাফ নদে মাছ শিকার করতে গেলে ওই জেলেদের অপহরণ করেছিল মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বাহিনীর সদস্যরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফে দায়িত্বরত বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ নভেম্বর বিকেল ৪টার দিকে শাহপরীর দ্বীপের ট্রলার ঘাট এলাকা থেকে ১৫টি হাতে চালিত ও দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ২০ জন বাংলাদেশি জেলে মাছ শিকারে বঙ্গোপসাগরে গিয়েছিলেন। তাঁরা মাছ ধরতে ধরতে ভুলবশত মায়ানমারের পানিসীমার নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢুকে পড়েছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবি জানিয়েছে, ওই সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গিয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>