<p>স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তায় দোকান বসতে দেওয়া হবে না, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না, আর অপরাধী যতই  প্রতাপশালীই হোন না কেন। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী যে দলেরই হোন, তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গতকাল বুধবার সকালে ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সভায় মূলত ঢাকা মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরো উন্নতির সুযোগ রয়েছে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেভাবে সফল হয়েছে, সে মডেল রাজধানীর অন্যান্য এলাকায় প্রয়োগ করে ঢাকা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটানো হবে।’ রাজধানীর ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণে অন্যতম সমস্যা রাস্তার ওপর অবৈধ দোকানপাট বসা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এগুলো উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার যানজট নিরসনে আরেকটি বড় সমস্যা হচ্ছে প্রধান সড়কগুলোতে প্যাডেল ও ব্যাটারিচালিত রিকশা চলে আসা। তারা যেন চার্জিং পয়েন্টগুলোর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দিতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।</p> <p> </p> <p> </p> <p> </p>