<p>বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স—অ্যাটকোর ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা দুজন সমানসংখ্যক ভোট পাওয়ায় এই পদে আবারও নির্বাচন হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ও বাংলা ভিশন টিভির চেয়ারম্যান আব্দুল হক।</p> <p>গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে অষ্টম বার্ষিক সাধারণসভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। অ্যাটকোর বর্তমান সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণসভা হয়।</p> <p>নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সহসভাপতি ডিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল সোবহান চৌধুরী, সাধারণ সম্পাদক দেশ টিভির এমডি আরিফ হাসান ও ট্রেজারার চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন।</p> <p>সভায় অঞ্জন চৌধুরী বলেন, ‘আশা করি মিডিয়া নিরপেক্ষভাবে কাজ করবে। আবেগ নয়, বিবেক দিয়ে স্বাধীন চিন্তা-ভাবনার মাধ্যমে মত প্রকাশের অধিকারের জন্য সচেষ্ট থাকবে।’ সভাপতি সবাইকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।</p> <p>সভায় উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল, চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, বাংলা ভিশনের চেয়ারমান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক, সময় টিভির পরিচালক হাসান, টি-স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান প্রমুখ।</p> <p>নতুন পর্ষদে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, মো. হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>