<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথ আজ। বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে আজ রবিবার সকালে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চসিকের নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ডা. শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় আজ শপথ গ্রহণের পর আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আসবেন চসিক মেয়র। ওই দিন চসিকে গিয়ে মেয়রের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। এ লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চসিক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আজ সকালে মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম থেকে দল ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী গতকাল শনিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, শপথ অনুষ্ঠান এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এতে চট্টগ্রামের ২০-২৫ জন নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। শপথ গ্রহণের পর চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। আগামী ৫ নভেম্বর ঢাকা থেকে ট্রেনে করে দুপুরে চট্টগ্রাম পৌঁছানোর পর আমানত শাহর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।</span></span></span></span></p> <p> </p>