<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা অস্ট্রেলিয়ায় নেওয়ার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ককে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া ৯৭ বাংলাদেশিকে  ফেরত নিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছেন টনি বার্ক।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা রোহিঙ্গাদের অস্ট্রেলিয়ায় নেওয়ার ব্যাপারে কথা বলেছি। তারা আগেও দুই হাজার রোহিঙ্গা নিয়েছে, আরো নেবে। এ ব্যাপারে তারা ইতিবাচক সম্মতি জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধভাবে যে ৯৭ বাংলাদেশি অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করেছে, তাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে ফেরত নিয়ে আসব। তিনি আরো বলেন, এই বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারেনি, পাশে একটা দ্বীপে তাদের রাখা হয়েছে। তবে তাদের খাওয়াদাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না।</span></span></span></span></p>