<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ঢালে প্রাইভেট কারের চাপায় মো. মিলন (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের লিখিত আবেদেনর পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিলন বনানীতে মাটি ফেলে ট্রাক নিয়ে ফিরছিলেন। মহাখালী ফ্লাইওভারের কাছে পৌঁছলে মোবাইল ফোন হাত থেকে পড়ে যায়। ট্রাক থামিয়ে ফোন তুলতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিলন সাভারের সালেহপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে।</span></span></span></span></p> <p> </p>