<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে। ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা সামরিক গাড়িবহরে গুলিবর্ষণ করে। গতকাল মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে ভারত ও পাকিস্তান গঠনের পর মুসলিম অধ্যুষিত কাশ্মীর অঞ্চল দ্বিভাজিত হয়ে এই দুই দেশের অংশে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে সেখানে বিদ্রোহী গোষ্ঠীরা সক্রিয় রয়েছে। পাকিস্তানের সঙ্গে অনানুষ্ঠানিক সীমান্তরেখার কাছে দক্ষিণের পার্বত্য অঞ্চল আখনুরে স্থানীয় সময় গত সোমবার ভোরে সামরিক গাড়িবহরের ওপর বন্দুক হামলা হয়। সেনাবাহিনী হামলাকারীদের চিহ্নিত করতে একটি অভিযান শুরু করে। পরবর্তী সময়ে তিনজনের নিহত হওয়ার খবর জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাতভর ঘড়ির কাঁটা ধরে নজরদারি চালানোর পর আজ হামলাকারীদের চিহ্নিত করার পর দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। এই লড়াইয়ে আমাদের বাহিনী বড় বিজয় অর্জন করেছে।'    সূত্র : এএফপি</span></span></span></span></span></p>