<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া ওরফে রজব আলী (৪০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রজব আলী। এই ঘটনায় এক নারী চিকিৎসক হামলার শিকার হয়েছেন। এক পর্যায়ে নারী চিকিৎসককে হাসপাতালের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন রোগীর স্বজনরা। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ গিয়ে নারী চিকিৎসককে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চিকিৎসককে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আসমা লাবনী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রজব আলী হাসপাতালে ভর্তি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর অবস্থার অবনতি হয়েছে বলে জানান নার্স। খবর পেয়ে আমি দোতলায় ওয়ার্ডে যাওয়ার পর দেখি চিকিৎসাধীন রজব আলী মারা গেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>