<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদারীপুরের শিবচরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল মোল্লা (৩৫) ও ইসমাইল সরদার (৩৭) নামের দুই যুবক মারাত্মক আহত হয়েছেন। গত সোমবার রাতে পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ির পাশে ক্যারম খেলার সময় স্থানীয় শাহিন মোল্লাসহ ছয়-সাতজনের একটি দল শাহজালাল ও ইসমাইলের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পূর্বশত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। দুজনকে কুপিয়ে আহত করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>