<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন থেকে চতুর্থ দফায় আরো ৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল সোমবার রাত ২টা ৪০ মিনিটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গতকাল লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশটি থেকে চার দফায় ১৮০ জন প্রবাসী দেশে ফিরেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার রাত ১১টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ জন বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা সেখান থেকে রওনা হয়ে গতকাল রাত ২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রত্যাবাসন করা এই বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>