<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির ভাষ্য, বর্তমান রাষ্ট্রপতিকে বিদায় না করলে তা জাতীয় জীবনের মহাসংকট হিসেবে থাকবে। সে জন্য সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়ে মতামত নিয়ে রাষ্ট্রপতিকে সরানো উচিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতিকে অপসারণের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল সোমবার এবি পার্টির সঙ্গে বৈঠক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবি পার্টি মনে করে, অবৈধ রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রের গোপনীয়তা ও শপথ ভঙ্গের বিষয়টি যেহেতু স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে এবং সরকারও তা মনে করে, সেহেতু কালবিলম্ব না করে রাষ্ট্রপতির অবিলম্বে পদত্যাগ করা উচিত। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। তাই বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক বা বিভেদে না জড়িয়ে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। কারণ এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়েছিল। এবি পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়, সব রাজনৈতিক দল ও পক্ষের ঐকমত্যের ভিত্তিতে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করা, যাতে সম্ভাব্য ক্ষেত্রে প্রচলিত সংবিধান অনুসরণের কথা থাকবে।</span></span></span></span></p> <p> </p>