<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/29-10-2024/2/kalerkantho-sp-3a.jpg" height="190" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/29-10-2024/2/kalerkantho-sp-8a.jpg" style="float:left" width="184" />ক্রীড়া প্রতিবেদক : এএফসি চ্যালেঞ্জ লিগে শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের। আত্মঘাতী গোলে লেবাননের ক্লাব নেজমেহ এফসির কাছে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের ইস্ট বেঙ্গল এফসির বিপক্ষে মাঠে নামবে ভ্যালেরিও তিতার দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা কিংসের মতো ইস্ট বেঙ্গলও পয়েন্ট হারিয়ে আসর শুরু করেছে। ভুটানের পারো এফসির সঙ্গে করেছে ড্র। নক আউটে যেতে হলে দুই দলেরই এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তিতা যেমন বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। আগের ম্যাচে ভাগ্য আমাদের সহায় ছিল না। আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। আশা করছি, উপভোগ্য একটি ম্যাচ হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা কিংসের সঙ্গে আজ দেখা হয়ে যাচ্ছে দলটির সাবেক কোচ অস্কার ব্রুজোনের। ম্যাচটি তাই কিছুটা হলেও বাড়তি আগ্রহ বাড়িয়েছে। ম্যাচের আগে ব্রুজোন বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের প্রতিপক্ষও (বসুন্ধরা কিংস) ভুটানের এই উচ্চতায় খেলতে অভ্যস্ত নয়। আমাদের যে সমস্যা হবে, ওদেরও সেটাই হবে। আমাদের মূল কাজ হবে, গোল না খাওয়া। রক্ষণ ঠিক থাকলে আমরা ম্যাচ জিততে পারব। আমরা সেটা নিয়েই কাজ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইস্ট বেঙ্গল নিজেদের রক্ষণ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে। প্রতিপক্ষের রক্ষণের ফাঁকফোকর খুঁজেও পেয়েছেন তিতা। সেই সুযোগই আজ কাজে লাগাতে চান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগে ম্যাচে একাধিক সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। ইস্ট বেঙ্গলের রক্ষণে কিছু সমস্যা দেখেছি। আমরা সেটা কাজে লাগাতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আগের ম্যাচে বেঞ্চে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা আজ শুরু থেকে খেলতে পারেন। গত তিন মৌসুমে কিংসের মধ্যমাঠের প্রাণভোমরা এই ব্রাজিলিয়ান। তাঁর ফেরায় নিশ্চিতভাবেই বাড়তি পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রুজোনকে। কেননা মিগেলের সক্ষমতা নিয়ে বেশ ভালোই জানা আছে ইস্ট বেঙ্গল কোচের। তাঁর অধীনেই কিংসের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আলো ছড়িয়েছেন মিগেল। এএফসির টুর্নামেন্টেও নিজেকে প্রমাণ করেছেন। মিগেল ফেরায় কিংসের শক্তি আরো যে বাড়বে, তা বলাই যায়।</span></span></span></span></p>