<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবিলম্বে কাটাছেঁড়া করা বাহাত্তরের সংবিধান এবং তার চরম বিকৃত রূপ শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতার নামে কোনো কলোনিয়াল বা ঔপনিবেশিক আইনের ধারাবাহিকতা চলবে না। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। গত মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি জানান কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি লেখেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে মিথ্যাচার শুধু প্রেসিডেন্ট চুপ্পু করেছেন, এটা ঠিক না। আমরা বৃহত্তর ঐক্যের স্বার্থে এই প্রশ্ন এখন তুলতে চাই না যে যাঁরা গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদের হাজির করেছেন, তাঁরাও মিথ্যাচার করেছেন। আমরা যখন প্রশ্ন করেছিলাম, পদত্যাগপত্র কই, আমাদের দেখান, তখন কেন আপনারা চুপ ছিলেন? কেন প্রতারণার আশ্রয় নিয়ে গণ-অভ্যুত্থানের পরম অভিপ্রায় হিসেবে অন্তর্বর্তী সরকার গঠন না করে আপনারা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বানালেন? কেন চুপ্পুর হাতে উপদেষ্টা সরকারের শপথ করালেন? কেন গণ-অভ্যুত্থানকে হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীন করেছেন? এই তর্ক কি এড়ানোর সুযোগ আছে?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>