<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম নগরের অন্যতম প্রধান দুর্গাপূজা মণ্ডপ জে এম সেন হলে সংগীত বিতর্কের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। জামিন পাওয়া দুজন হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও মো. নুরুল ইসলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হুমায়ন কবির কালের কণ্ঠকে বলেন, আদালত শুনানি শেষে দুই আসামির জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত সোমবার গ্রেপ্তার দুজনকে রিমান্ডে আনার আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।</span></span></span></span></span></p>