<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বনানীর স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা টিক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী অলক পেশায় একজন কৃষিবিদ এবং পলিটিক্সনিউজ২৪ডটকম নামের একটি অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও নির্বাহী সম্পাদক। হামলায় তাঁর ডান হাত ও পা ভেঙে গেছে। এ ছাড়া কপাল ও মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহত অলকের অভিযোগ, গত রবিবার দুপুরে এক বন্ধুকে নিয়ে বনানীর স্টার কাবাবে খেতে গিয়েছিলেন তিনি। এ সময় কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা টিক্কা দেওয়া হয় তাঁদের। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে স্টার কাবাবের ব্যবস্থাপক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অলক জানান, ব্যবস্থাপকের কথা শুনে প্রতিবাদ করেন তিনি। এ সময় আরো তিনজন গ্রাহক একই অভিযোগ করেন। এরপর ওই ব্যবস্থাপক কলিংবেল চেপে সব কর্মীকে জড়ো করেন। পরে তাঁকে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে থেকে নিচতলায় নামান প্রতিষ্ঠানটির কর্মীরা। এরপর সিঁড়িতে ফেলে ব্যাপক মারধর করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অলকের ভাষ্য, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাবারের সঙ্গে পচা মাংসের কাবাব দেওয়ার প্রতিবাদ করলে শুরুতে তারা বিষয়টি অস্বীকার করে। পরে তাদের সব কর্মী মিলে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে। আমি এর বিচার চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, স্টার কাবাবের ১৪-১৫ জন কর্মী ওই গ্রাহককে (অলক) মারধর করেছেন। </span></span></span></span></p>