<p>শেরপুরের নকলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আ. রাজ্জাক (৬০) ও উজ্জ্বল মিয়া (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। </p> <p>নকলা উপজেলা ১নং গনপদ্দি ইউনিয়নের গজারিয়া (কিংকরপুর) গ্রামে বন্যার পানিতে তলিয়ে আব্দুল রাজ্জাক ও নকলা পৌরসভার ৪নং জালালপুর ওয়ার্ডের রাইস মিলের শ্রমিক।</p> <p>এলাকাবাসী জানান, মৃত লসু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাকের রবিবার ভোরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হতে পারে।</p> <p>সারাদিন পরিবারের লোকজন ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে শেরপুর জেলার ফায়ার সার্ভিসে খবর দিলে বিকেলের দিকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ব্যক্তি জীবনে রাজ্জাক দুই কন্যা সন্তানের জনক।</p> <p>অপরদিকে পৌরসভার জালালপুর গ্রামের আমজাদ আলী ছেলে উজ্জ্বল মিয়া পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চিনহা গ্রামে শাশুড়িকে আনতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন। </p> <p>নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। </p>