<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সারা দেশে রেলের উন্নয়ন হলেও রংপুরে বৈষম্য করা হয়েছে। বিভাগীয় জেলা হিসেবে যে মানের রেলস্টেশন থাকার কথা, সেটি নেই। যাত্রীদের জন্য পর্যাপ্ত ফ্যান নেই, লাইট নেই, ভালো মানের শৌচাগার নেই। রেলস্টেশনের চারদিকে খোলা থাকার কারণে সবার অবাধ প্রবেশ রয়েছে। এতে প্রায় সময় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। বিগত সময়ে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা স্টেশনে এসে উন্নয়নের কথা বলেছেন। অথচ প্ল্যাটফরম উঁচুকরণ ছাড়া রংপুর রেলস্টেশনের কোনো উন্নয়ন হয়নি। বক্তারা আরো বলেন, বিভাগীয় জেলা হওয়ায় এখানে রেলের যাত্রীর অনেক চাপ থাকে। অথচ ঢাকাগামী রেল মাত্র দুটি। সেই ট্রেনেরও টিকিট পাওয়া যায় না। এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন।</span></span></span></span></p>