<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত জুলাই ও আগস্ট মাসে আন্দোলন চলাকালে ৭৩৫ জন নিহত হয়েছে বলে খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকলে সেটি সংশোধনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে নিহতদের স্বজনদের প্রতি আহবান জানিয়েছে সরকার। এ ছাড়া নিহতদের মধ্যে কারো নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে না থাকলে তার আইনগত ওয়ারিশ বা প্রতিনিধিকে নিজ জেলার সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।</span></span></span></span></p>