<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। অন্তর্বর্তী সরকারের কাছে তাঁরা এ দাবি জানান। গতকাল বৃহস্পতিবার প্রথমে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ দাবি জানান। পরে সমন্বয়ক সারজিসও রাত ৯টার দিকে একই দাবিসংবলিত একটি পোস্ট দেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পোস্টে তাঁরা লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে (মো. সাহাবুদ্দিন) অবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের দাবির মুখে পদত্যাগ করেছিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেই কর্মসূচির নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল হাসনাত আব্দুল্লাহকে।</span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>