<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে টিএসসিতে জমা পড়া কয়েক কোটি নগদ অর্থ নিয়ে আপত্তির ব্যাখ্যা দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাঁর দাবি, সংগৃহীত টাকা নিয়ে কোনো অনিয়ম হয়নি। সিদ্ধান্ত মোতাবেক ত্রাণ তহবিলের বেশির ভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জোর দিয়ে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেউ যদি এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন, তাহলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যেকোনো শাস্তি মাথা পেতে নেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন এই সমন্বয়ক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত আব্দুল্লাহ বলেন, তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব টাকা খরচ না করে বেশির ভাগই জমা রাখা হবে।</span></span></span></span></p>