<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেছেন কংগ্রেস দলের সংসদ সদস্যরা। বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবি তুলেছেন তারা। গতকাল  সকালে  পার্লামেন্ট ভবন চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনাড়ের সংসদ সদস্য ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেস সংসদ সদস্য কে সুরেশ, গৌরব গগৈরাও বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা ঘিয়ে রঙের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, যার গায়ে লেখা ছিল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশেও স্লোগান দেন তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ব্যাগ কাঁধে পার্লামেন্টে ঢোকেন প্রিয়াঙ্কা। এদিন তার ব্যাগে জায়গা পেয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ছিল সেই ব্যাগে। ঘিয়ে রঙের ব্যাগ। তাতে ওপরে লেখা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। তার নিচে হিন্দিতে লেখা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিন্দু ও খ্রিস্টানদের পাশে আছি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। এর আগে গত সোমবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে বক্তব্য দেওয়ার সময়েও বাংলাদেশের প্রসঙ্গ তোলেন প্রিয়াঙ্কা। বাংলাদেশে কথিত সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগগুলোর বিষয়ে পদক্ষেপের জন্য ভারতের নরেন্দ্র মোদি সরকারের ওপর চাপ দেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মোদি সরকারকে ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন তিনি। সোমবার অবশ্য ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লেখা হাতব্যাগ নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্পষ্টতই কংগ্রেস দেখাতে চাইছে, তারা যেমন ফিলিস্তিনের অত্যাচারিত জনতার পাশে, তেমনই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশেও আছে। দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি বারবার কংগ্রেসকে দোষারোপ করে। তার মোকাবেলায় কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হলো। সূত্র : হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>