<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ট্রাম্পকে অভিনন্দনবার্তা পাঠান প্রধান উপদেষ্টা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড. ইউনূস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করায় আপনার নেতৃত্ব ও দূরদর্শিতাই প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাসের উল্লেখ করে ড. ইউনূস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনার আগের মেয়াদে এ সম্পর্ক আরো গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারিকে আরো শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশের অংশীদারির অফুরন্ত নতুন সম্ভাবনা আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড. ইউনূস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের জন্য বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সাধনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার অংশীদারি ও সহযোগিতার অপেক্ষায়। আপনার মহান জাতির নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা গ্রহণ করুন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ডোনাল্ড ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বাংলাদেশের পক্ষ থেকে ট্রাম্পকে অভিনন্দনও জানান। গতকাল সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেসসচিব বলেন, জুলাই অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এই সম্পর্ক ট্রাম্পের আমলে আরো গভীর হবে বলে প্রত্যাশা তাঁর। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলের সঙ্গেই ড. ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া টুইটের ব্যাপারে জিজ্ঞাসা করলে শফিকুল আলম বলেন, তাঁকে সম্ভবত ভুল বোঝানো হয়েছে। এত দিন তিনি রাজনৈতিক দলের নেতা ছিলেন। এখন প্রেসিডেন্ট হবেন। এখন নিশ্চয়ই প্রকৃত চিত্র জানতে পারবেন। আগে যখন তিনি টুইট করেছেন তখন উনি ছিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট। আমরা মনে করি, উনাকে (ডোনাল্ড ট্রাম্প) মিস ইনফরমেশন করা হয়েছে। এখন যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, তিনি দেখবেন ঘটনাটা কী হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস...বাংলাদেশে কী ঘটনা ঘটছে? তিনি আসল চিত্রটা জানবেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের এই সরকার কী চাচ্ছে? এরা তো ডেমোক্রেটিক ট্রানজিশনে কাজ করছে। ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে আমরা মনে করি যুক্তরাষ্ট্রের ট্রাম্পও চাইবেন পুরো বিশ্বে ডেমোক্রেসি ছড়িয়ে পড়ুক। সে জন্য আমাদের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আরো সূদৃঢ় হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেসসচিব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের মাইনরিটি গ্রুপের রিপোর্টগুলো নিয়ে বাংলাদেশের এগেইনস্টে অনেক ক্যাম্পেইন হয়। আমরা আশা করব তারা রেসপনসিবল রিপোর্ট করবেন। যেটা সত্য সেটাই ফুটে উঠুক।  দুর্গাপূজার সময় অনেক কথা বলা হয়েছিল। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিটি পূজামণ্ডপকে মনিটরিং করতে প্রথমবারের মতো আমরা একটা অ্যাপ তৈরি করেছিলাম। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমরা চাই আমাদের মাইনরিটি যাঁরা আছেন, তাঁরা সম্পূর্ণ নিরাপত্তায় তাঁদের উৎসবগুলো পালন করুন। আমরা তাঁদের পাশে দাঁড়াতে চাই, দাঁড়াচ্ছিও আমরা। দু-একটা ঘটনা হয়েছে। কাল যে ইসকনের ঘটনাটা, সেটা আপনারা চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেন তারাই আপনাদের জানাবে। আমরা দেখেছি কী হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিক্ষা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে বড় একটা খাত হচ্ছে শিক্ষা। অবশ্যই শিক্ষা নিয়ে কাজ হবে।  কখন এ কমিশন হবে সেই সিদ্ধান্ত হয়নি। শিক্ষা খাত সংস্কারের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা আছে। এ সময় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গোপনে পাসপোর্ট তৈরি এবং এতে জড়িতদের বিষয়ে সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।</span></span></span></span></span></p>