<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীতে কৌশল বদলে ব্যাপকভাবে সক্রিয় রয়েছে কিশোর গ্যাং। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে বিভিন্ন নামের এসব কিশোর গ্যাং। হত্যা, ছুরিকাঘাত, মাদক, ছিনতাই, রাজনৈতিক কর্মসূচিতে সশস্ত্র অংশগ্রহণ থেকে নারীদের যৌন হয়রানির মতো সব অপরাধই এরা করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সমস্যাকেই প্রধানত দায়ী করছেন নৃবিজ্ঞানীসহ সমাজ বিশ্লেষকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই বছর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিশোর গ্যাংয়ের সদস্যদের একটি ডাটাবেইস তৈরি করে, যেখানে ৬৫০ জনের নাম ছিল। বিভিন্ন অপরাধে গ্রেপ্তারও করা হয় কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজশাহী মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সে আগুন লাগানোর কারণে পুড়ে যায় গুরুত্বপূর্ণ আলামত। সে কারণে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি আরএমপি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক প্রশ্নের উত্তরে আরএমপির কমিশনার মোহাম্মাদ অবু সুফিয়ান কালের কণ্ঠকে বলেন, কিশোর গ্যাং দেশের আইন-শৃঙ্খলা বিপর্য়ের জন্য একটা বড় সমস্যা। তারা এখন কৌশল বদলে চলমান আন্দোলনের সঙ্গে মিশে গেছে। বেপরোয়া বাইক রাইডিং মানুষকে আতঙ্কিত করছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোর গ্যাং এক ভয়াবহ সমস্যা। বিগত সরকারের আমলে এসব গ্যাংয়ের উদ্ভব হয়েছে। আমাদের দলে প্রবেশ তো দূরের কথা, মিটিং, মিছিলসহ কোনো কর্মসূচিতে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর যুববিষয়ক সম্পাদক জসিম উদ্দীন সরকার বলেন, বিগত সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি এই কিশোরদের তাঁদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এটা সবার কাছে পরিষ্কার। রাজশাহী কলেজের ছাত্রলীগের সাবেক নেতা ও সাবেক মেয়র লিটনের পিএস কিটু ছিলেন রাজশাহীর কিশোর গ্যাংয়ের গডফাদার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক আব্দুর রহিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোর গ্যাংয়ের কেউ যদি আমাদের নামে কোনো অপরাধ করে তাহলে যেন আমাদের ইনফর্ম করা হয়। আমরা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে কাজ করছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>