<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৈরি পোশাক খাতের শ্রমিকরা হঠাত্ কিছু অপ্রচলিত ইস্যু সামনে নিয়ে আসার ফলে পোশাক শিল্পাঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দিন ধরে শ্রমিকরা এসব ইস্যু নিয়ে আশুলিয়ার ডিইপিজেড এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে নিরাপত্তার স্বার্থে দুই দিনে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="শতাধিক কারখানা বন্ধ, যৌথ অভিযান" height="327" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/02-09-2024/6799.jpg" style="float:left" width="346" />শিল্প মালিকরা মনে করছেন, শিল্পকে অস্থিতিশীল করাসহ অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে নেপথ্যে থাকা একটি গোষ্ঠী। এতে আন্তর্জাতিক এবং স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলেও মনে করছেন কেউ কেউ। পরিস্থিতি মোকাবেলায় গতকাল সোমবার সরকারের স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ নেতারা। গতকাল রাতেই যৌথ অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠক সূত্রে জানা যায়, পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, শ্রমিক নিয়োগে নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগ ও আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ ১১ দফা দাবিতে আন্দোলন চলছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন,</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"> <span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিকদের বিক্ষোভ এবং কারখানার নিরাপত্তার তাগিদে গতকাল পর্যন্ত শতাধিক কারখানা বন্ধ রাখা হয়। তবে সরকারের আশ্বাসের ফলে কাল (আজ) থেকে মালিকদের কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, বাইরে থেকে শ্রমিকদের অশান্ত করা ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের যৌথ বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করা হয়েছে। আন্দোলনের ইস্যুগুলো অবাস্তব এবং এতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে তিনি মনে করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, চাকরি হারানো শ্রমিকরা কালো তালিকায় থাকায় তাঁরা কোথাও কাজ পাচ্ছেন না। তাঁরা পুনর্নিয়োগ চাইছেন। কোনো কোনো কারখানায় নারীর চেয়ে পুরুষ শ্রমিক বেশি নিয়োগ করাতেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ছাড়া ক্ষমতার পালাবদলে একটি সুবিধাভোগী গোষ্ঠী বাণিজ্য নিয়ন্ত্রণ, ঝুট ব্যবসা এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (জিটিইউসি) সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন কালের কণ্ঠকে বলেন, কারখানাগুলোতে নেতৃত্বের পালাবদল ও শ্রমিক সংগঠনের কমিটিগুলোতে নিজেদের কর্তৃত্ব নিতে পেছন থেকে ইন্ধন দিয়ে শিল্পকে অস্থির করার পাঁয়তারা চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রাতেই যৌথ অভিযান : তৈরি</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পোশাক শিল্পের নিরাপত্তা দিতে সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকায় গতকাল রাতেই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র সাভার সংবাদদাতা জানান, পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, শ্রমিক নিয়োগে নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগ ও আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ ১১ দফা দাবিতে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল ৮টা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ বিক্ষোভ চলে। নিরাপত্তার স্বার্থে শিল্প এলাকার অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের একই দাবিতে গত রবিরার ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে দুই দিনে সাভার ও আশুলিয়ায় ৪৫টি পোশাক কারখানা বন্ধ হলো। শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, চাকরির দাবিতে আন্দোলন করছেন বেকার শ্রমিকরা। নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরো কয়েকটি দাবি রয়েছে। এ পর্যায়ে শ্রমিক আন্দোলনের কারণে আজ (গতকাল) ৩০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিসিকে সংঘর্ষে আহত ৫ জন, ১১ কারখানা ছুটি : নিজস্ব</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিবেদক গাজীপুর জানান, গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। গতকাল সকাল থেকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া, নাওজোর, জিরানী, ভাওয়াল মির্জাপুর, কোনাবাড়ী, বোর্ডবাজার ও টঙ্গীতে বিক্ষোভ শুরু হয়। তাজকিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) হেমায়েত উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সকালে বহিরাগতরা কারখানার সামনে জড়ো হয়ে কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালায়। ক্ষয়ক্ষতি এড়াতে কারখানা ছুটি ঘোষণা করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গাজীপুর ট্রাফিকের উপপুলিশ কমিশনার অসক কুমার বর্মণ বলেন, এসব আন্দোলনে কিছুদিন ধরেই মহাসড়কে যান চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, চাকরি নিতে এসে কারখানায় হামলা চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। সকালে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় দুই শতাধিক নারী-পুরুষ চাকরি প্রার্থী নিয়োগ বন্ধ দেখে বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে কারখানার গেট ও জানালার গ্লাস ভাঙচুর করে। এ সময় তারা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিসংখ্যানের ভুলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত : আবদুল আউয়াল মিন্টু : এফবিসিসিআইয়ের</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গত ১৫ বছর কোনো প্রতিষ্ঠানের ঠিকমতো পরিচালনা হয়নি। রপ্তানির পরিসংখ্যান কোনো প্রতিষ্ঠান ঠিকমতো দেয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরো এক ধরনের তথ্য দিয়েছে, কাস্টমস আরেক ধরনের তথ্য দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক এক ধরনের তথ্য দিয়েছে। যার ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সংকট ও উত্তরণের উপায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেলের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, বিটিএমএ সভাপতি শওকত রাসেল, বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার, বাফা সভাপতি কবির আহমেদ, বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, রাজনীতি স্থিতিশীল থাকলে দেশে নতুন উদ্যোক্তা তৈরি হয়। রাজনীতিকে অর্থনীতি থেকে আলাদা করা যাবে না। রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ভালো থাকবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যায্য দাবি পূরণ করা হবে : শ্রম উপদেষ্টা : শ্রম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আইন অনুযায়ী শ্রমিকদের সব ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মত্স্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা। সভায় শ্রম উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। যেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বকেয়া আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এরই মধ্যে বেতন পরিশোধের জন্য সরকার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। কলকারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে শ্রমিকদের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>