<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ পাঁচজন মন্ত্রী-এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেসসচিব ও ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদক সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক নৌমন্ত্রী ছাড়া তদন্তের সম্মুখীন অন্য ব্যক্তিরা হলেন দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল এবং সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন ও সাবেক আলোচিত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান হাজার কোটি টাকার মালিক হয়েছেন। প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁকে ২০১৪ সালে তলব করে দুদক। নির্বাচনীয় হলফনামায় উল্লেখ করা সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে দুটি গাড়ি, স্ত্রীর নামে ৯৬ ভরি সোনা, দুটি বাস, একটি গাড়ি ও একটি মাইক্রোবাস। এ ছাড়া স্ত্রীর নামে রয়েছে রাজউকের ১০ কাঠার প্লট ও অন্যান্য স্থাবর সম্পদ।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক এমপি দম্পতি</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিলের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, অবৈধ সম্পদের অর্থে নির্মিত ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির ১৪টি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তাঁরা। ঢাকার ধানমণ্ডি ১১ নম্বর রোডের ৪০ নম্বর বাড়ির তিনটি ফ্ল্যাট তাঁদের। নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় বিলাসবহুল বাড়ি করেছেন। এ ছাড়া নেত্রকোনা পৌরসভার কাটলী মৌজায় মূল্যবান জমি ও ময়মনসিংহ সিটি করপোরেশনে বাড়ি এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্র ও কানাডায় তাঁদের দুই ছেলের বাড়ি রয়েছে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের হলফনামা ও বিভিন্ন সূত্রে জানা যায়, তাঁর স্ত্রীর নামে ২০ একর জমি, দিনাজপুর শহরে একটি বাড়ি, নিজ এলাকায় বহুতল ভবন, খামারবাড়ি, স্ত্রী-কন্যা-ভাইয়ের জন্য আলাদা গাড়ি এবং শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় প্রায় ২৪ একর জমির ওপর খামারবাড়ি রয়েছে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক এমপি জান্নাত আরা হেনরী</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হেনরীর বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, শুধু ২০২০-২১ অর্থবছরেই তিনি প্রায় ৩২ কোটি কালো টাকা সাদা করেছেন। নিজ জেলা সিরাজগঞ্জের বাইরেও তাঁর অঢেল সম্পদ রয়েছে। সিরাজগঞ্জে বানিয়েছেন রাজকীয় </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হেনরী ভুবন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক উপপ্রেসসচিব আশরাফুল</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অভিযোগে বলা হয়, আশরাফুল আলম খোকন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁর নামে-বেনামে অঢেল সম্পদ রয়েছে। এরই মধ্যে তাঁর নামে চারটি প্রাইভেট গাড়ির তথ্য রয়েছে। গাড়িগুলো হচ্ছে ল্যান্ড ক্রুজার (ঢাকা মেট্রো-ঘ-১৭-৪১৭৭), টয়োটা রাশ (ঢাকা মেট্রো-ঘ-১৮-২৫৭২), মিতসুবিশি পাজেরো (ঢাকা মেট্রো-ঘ-১১-০০৭৭) ও কার স্যালুন (ঢাকা মেট্রো-গ-৩৫-৭৬২৭)। ২০২১ সালের ফেব্রুয়ারিতে খোকন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেসসচিব পদ থেকে অব্যাহতি নেন। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীর</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলম দুর্নীতির মাধ্যমে কয়েক শ কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা নিজে বলেছিলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমার বাসার পিয়ন ছিল, সে-ও না কি ৪০০ কোটি টাকার মালিক।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শেখ হাসিনার ওই বক্তব্যের পর বেরিয়ে আসে সেই পিয়ন হচ্ছেন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর। অভিযোগে বলা হয়, ধানমণ্ডিতে তাঁর স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট আছে। নোয়াখালীর মাইজদী শহরের হরিনারায়ণপুরে জাহাঙ্গীরের আটতলা বাড়ি রয়েছে। সংসদ সদস্য হওয়ার চেষ্টায় বিপুল অর্থ খরচ করেন তিনি। যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান, মিরপুরে সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট আছে জাহাঙ্গীরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সবমিলিয়ে বছরে তাঁর প্রায় ৫০ লাখ টাকার আয়ের কথা জানানো হয়। এতে ব্যাংকে জাহাঙ্গীরের নিজের নামে আড়াই কোটি ও স্ত্রীর নামে সোয়া এক কোটি টাকা থাকার কথা বলা হয়েছে। এ ছাড়া পৌনে তিন লাখ টাকার ডিপিএস ও সোয়া এক কোটি টাকার এফডিআর রয়েছে। স্ত্রীর নামে বিলাসবহুল গাড়িও কিনেছেন জাহাঙ্গীর। বিভিন্ন কম্পানির কোটি টাকার শেয়ার রয়েছে তাঁর। আছে একটি অংশীদারি প্রতিষ্ঠানে ছয় কোটি টাকার বিনিয়োগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করার সময় সেই পরিচয় খাটিয়ে তদবির, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম করেন জাহাঙ্গীর। গাজীপুরের ইপিজেড এলাকার ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ করেন তিনি।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>