<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশ পরিচালনায়, দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে, জনগণকে সর্বোত্তম সেবা দেওয়া তথা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনপ্রশাসন। সেই জনপ্রশাসন যদি সঠিক না হয়, তাকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, সেই প্রশাসন যদি দুর্নীতির আখড়া হয়, তাহলে দেশ ও দেশের মানুষের কল্যাণ ব্যাহত হয়। নিকট অতীতে তা-ই হয়েছে। সরকার পরিবর্তনের পর জনপ্রশাসনের সেই সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্মের কথা প্রকাশ পাচ্ছে। গত শনিবার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন : বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক এক সেমিনারে বক্তারা এমনই সব তথ্য তুলে ধরে বলেন, নিকট অতীতে প্রশাসন ও পুলিশ বাহিনীর ভাবমূর্তির যে সংকট তৈরি হয়েছে, তা থেকে উদ্ধার পাওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনপ্রশাসন সঠিক না হলে কিংবা প্রশাসনের রাজনৈতিকীকরণ হলে জনকল্যাণ নিশ্চিত হয় না। আর প্রশাসন তথা প্রশাসনে থাকা লোকজনের তেমন আচরণ করার পেছনে মূল ভূমিকা পালন করে তাদের দুর্নীতি করার উদগ্র বাসনা। দিনে দিনে বাংলাদেশের জনপ্রশাসন তেমনই হয়ে উঠেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) দুর্নীতিবিরোধী বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায়ও উঠে এসেছে জনপ্রশাসনের সীমাহীন দুর্নীতির নানামুখী চিত্র। মুদ্রাপাচারেও দেখা গেছে, রাজনীতিবিদ, ব্যবসায়ী শ্রেণিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে গেছেন আমলারা। বলা বাহুল্য, এই সীমাহীন দুর্নীতির স্বার্থেই অতীতে আমলারা দলীয় সরকারের লেজুড়বৃত্তিতে বেশি মশগুল হয়ে পড়েছিলেন। নিকট অতীতের প্রশাসনিক চিত্র তুলে ধরতে গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া যথার্থই বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাড়ে ১৫ বছরে যা হয়েছিল সেটি ছিল একটি দলীয়কৃত, লুটেরাদের সহযোগী, দেশের সমাজ-অর্থনীতি দুর্বৃত্তায়নকরণে সহযোগীদের একটি সার্ভিস। এটি জনপ্রশাসন ছিল না। এ রকম একটি সার্ভিস সাড়ে ১৫ বছর রাজনৈতিক দুর্বৃত্তদের সঙ্গে মিলে দেশটি লুণ্ঠন করে, দেশের সুশাসনকে পুরোটা বিনষ্ট করে দিয়ে যা করেছিল, যে অবস্থায় নিপতিত করেছিল, সেই সার্ভিসটি একটি ভঙ্গুর সিভিল সার্ভিস।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ২০২২ সালে প্রকাশিত টিআইবির প্রতিবেদনে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রের সেবা পেতে ৭০.৯ শতাংশ খানা বা পরিবারকে দুর্নীতির শিকার হতে হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা পরিবর্তিত বাংলাদেশে এমন জনপ্রশাসন চাই না, যারা নিজেরা লুটেরা এবং যারা লুটেরাদের জন্য কাজ করে। এ জন্য জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করতে হবে এবং কঠোরভাবে নিরীক্ষার মধ্যে রাখতে হবে। নিকট অতীতে জনপ্রশাসনে থাকা প্রত্যেকের সম্পদ ও আয়ের উৎস মিলিয়ে দেখতে হবে। অসংগতি পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা চাই, জনপ্রশাসন জনকল্যাণে নিবেদিত হোক।</span></span></span></span></p>