<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় ভবিষ্যতে যা ঘটবে, তার চাবি তুরস্কের হাতে থাকবে। স্থানীয় সময় গত সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন বাড়ি মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি মাসের শুরুতে বিদ্রোহী গোষ্ঠীর হাতে বাশার আল-আসাদ সরকারের পতন হয়। আর এই বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংঘাত-পরবর্তী সিরিয়ায় তুরস্কের ভূমিকা নিয়ে প্রথমবারের মতো কথা বলেন ট্রাম্প। আংকারার প্রশংসা করে তিনি বলেন, তুরস্ক প্রধান সামরিক শক্তি, যারা যুদ্ধ করে ক্লান্ত হয়নি। সূত্র : এরাব নিউজ</span></span></span></span></p>