<p>ট্রাম্প তার সরকারের পরিবহনমন্ত্রী হিসেবে উইসকনসিনের সাবেক প্রতিনিধি এবং ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে মনোনীত করেছেন। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।</p> <p>সোন ডাফি এক সময় মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের নিয়মিত প্রদায়ক ছিলেন এবং তার পাশাপাশি অন্যান্য টিভি চ্যানেলেও অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। রিপাবলিকান সোন ডাফি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উইসকনসিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ছিলেন। </p> <p>ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের দায়িত্বে থাকবেন ডাফি। বাইডেন প্রশাসনের বরাদ্দ দেওয়া ১১০ বিলিয়ন ডলারের বাজেট থাকবে ডাফির হাতে। ২০২১ সালে বিগত প্রশাসন নতুন করে পরিবহন অবকাঠামো আইন সংস্কার করে এবং বিদ্যুৎচালিত গাড়ি চার্জ করার স্টেশন নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থের বরাদ্দ দেয়।</p> <p> ট্রাম্প এক বিবৃতিতে সোন ডাফির প্রশংসা করেন এবং বলেন, তিনি প্রতিনিধি পরিষদে ‘আর্থিক দায়বদ্ধতা’ নিশ্চিত করতে কাজ করবেন। ট্রাম্প আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি (সোন ডাফি) শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।’ </p> <p>সূত্র: রয়টার্স<br />  </p>