<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। পেরুতে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সঙ্গে শি চিনপিংয়ের সর্বশেষ বৈঠক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনার সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন চিনপিং। গত শনিবার পেরুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা বৈঠকে বসেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিজের চূড়ান্ত বৈঠকে দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের নেতা শি চিনপিং। এই বৈঠকে তাঁরা প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের চার বছরের দায়িত্বকালে উভয় দেশের সম্পর্কের উত্থান-পতনের কথা স্বীকার করেন। তবে উভয়েই বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে অগ্রগতিও একে অপরের সামনে তুলে ধরেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চীন থেকে পণ্য আমদানির ওপর শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতিসহ এ ধরনের পদক্ষেপের কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে মার্কিন-চীন সম্পর্ক আরো অস্থির হয়ে উঠতে পারে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চীন থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের শীর্ষস্থানীয় পদে কট্টর চীনবিরোধী ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। এর আগের মেয়াদে চীনকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছিলেন ট্রাম্প। করোনাভাইরাস মহামারি চলাকালে তিনি করোনাকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনা ভাইরাস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আখ্যায়িত করলে সম্পর্ক আরো খারাপ হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্কের বিষয়ে বেইজিংয়ের যে লক্ষ্য রয়েছে তা অপরিবর্তিত থাকবে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>