<p style="text-align:justify">বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহার নামীয় আসামি আমরুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বিমানকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাত আটটায় ডেমাজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার সাইফুল ইসলাম বিমান উপজেলা ডেমাজানী গ্রামের মরহুম রাজিবুল চেয়ারম্যান ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732011784-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448352" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন, শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি সাইফুল ইসলাম বিমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।</p>