<p style="text-align:justify">নিষিদ্ধ না করে রিকশার মতো ব্যাটারিচালিত যানবাহনকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রস্তাবিত মডেলে আধুনিকায়ন করে নিবন্ধন দেওয়ার আহ্বান জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।</p> <p style="text-align:justify">ইউনিয়নের নেতারা বলেছেন, সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন আটক করে ব্যাটারি নিলামে তোলাসহ শ্রমিকের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর কায়দায় বর্তমান সরকারও নিপীড়ন চালাচ্ছে। যৌক্তিক সমাধানের পথে না এগিয়ে নিপীড়নের পথে হাঁটলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি এই সরকারকেও ভোগ করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩ দিনের মধ্যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732013297-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩ দিনের মধ্যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/19/1448362" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর, প্রচার প্রকাশনা সম্পাদক সুমন মৃধা, কেন্দ্রীয় সদস্য অরুণ কুমার শীল ও মোহাম্মদ আলী, মোহাম্মদপুর থানার উপদেষ্টা মোহাম্মদ নুরুজ্জামান, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ রিপন, শ্যামপুর থানার সভাপতি মোহাম্মদ মিজান, কামরাঙ্গীরচর থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান প্রমুখ।</p> <p style="text-align:justify">সমাবেশে তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন দেশের সর্ববৃহৎ গণপরিবহন খাত। এই খাতকে গণপরিবহন শিল্পের স্বীকৃতি দিয়ে নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। যা এই বাহনকে আরো আধুনিক ও দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সহায়ক হবে।</p> <p style="text-align:justify">তারা আরো বলেন, শ্রমজীবী মানুষ পরিশ্রম করে নিজেদের সৎ উপার্জনে আয় করতে চায় ও সরকারকে অর্থ প্রদান করতে চায়। কিন্তু সরকার শ্রমজীবী মানুষের রুটি-রুজিতে বারবার হামলা করে অসৎ চাঁদাবাজদের চাঁদাবাজির সুযোগ তৈরি করে দিচ্ছে। অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।</p> <p style="text-align:justify">সমাবেশে ব্যাটারিচালিত যানবাহন আটক, ব্যাটারি জব্দ, রেকার করাসহ সকল জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।</p>