<p>রাজধানীর বাড্ডায় নির্মীয়মাণ বহুতলভবন থেকে নিচে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় নির্মীয়মাণ ভবনের আটতলা থেকে নিচে পড়ে এ ঘটনা ঘটে। </p> <p>ওই রাজমিস্ত্রির নাম মো. শাহ্ আলম (৬০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার তিতকাঠা গ্রামের মৃত উব্বাত আলী ফরাজীর ছেলে। রাজধানীর শাহজাদপুরের নতুন বাজার এলাকায় থাকতেন। তার পরিবার থাকেন গ্রামে‌‌।</p> <p>গুরুতর আহত অবস্থায় শাহ্ আলমকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে  মৃত ঘোষণা করেন। </p> <p>ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ছেলের বন্ধু সাদ্দাম হোসেন বলেন, শাহ্ আলম পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সকালে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে নির্মীয়মাণ ভবনের ৮ তলায় ঢালাই ফিনিশিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। <br />  </p>