<p>ট্রেলারেই দর্শক উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল দক্ষিনের সুপারস্টার সুরিয়ার ‘কাঙ্গুভা।’ তবে সিনেমা মুক্তির পর সেই উন্মাদনা কিছুটা কম দেখা গেলেও শুরুটা বেশ ভালই করেছে প্রেক্ষাগৃহে। ১৪ নভেম্বর মুক্তি পেয়ে সিনেমাটি এরই মধ্যে ভারতের বক্স অফিস থেকে তুলে নিয়েছে ৫৬ কোটি রুপির বেশি। </p> <p>ভারতের বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, রবিবার সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে আয় দাঁড়াচ্ছে ৫৬ কোটি রুপির বেশি। দক্ষিণ ভারতের অন্যান্য সিনেমার মতোই এটিও মূল ভাষায় (এর ক্ষেত্রে তামিল) ভালো আয় করলেও ডাব করা ভার্সনে পিছিয়ে আছে। এদিকে পাঁচদিন পার করে সিনেমাটির তামিল সংস্করণে দর্শক আগমন ৩৪ শতাংশ ও অন্যদিকে হিন্দি সংস্করণে ১৪ দশমিক ৫ শতাংশ।</p> <p>মুক্তির প্রথমদিন বক্স অফিসে সিনেমাটির আয় ছিল ২৪ কোটি রুপি। ভারতীয় সব ভাষা মিলিয়ে এ আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় দিনে ৬০ শতাংশ আয় কমেছে। মোট আয় ছিল সাড়ে ৯ কোটি রুপির মতো। শনিবার এর মোট আয় ছিল ৯ কোটি ৮৫ লাখ। রবিবার আয় করেছে ১০ কোটি ৫০ লাখ। সব মিলিয়ে ৪ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৬ কোটি রুপি। বিশ্বব্যাপী ৯০ কোটির বেশি আয় করে নিয়েছে সিনেমাটি।</p> <p>‘কাঙ্গুভা’ মূলত ফ্যান্টাসি ঘরানার সিনেমা। শিবা পরিচালিত কাঙ্গুভা সুরিয়ার অন্যতম বড় বাজেট ও পরিসরের সিনেমা। এতে সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল ও দিশা পাটানি। ১৪ নভম্বের মুক্তি পায় এটি।</p>