<p>দক্ষিণ মেক্সিকান রাজ্য গেরেরোর একটি শহরের মেয়রকে খুন করা হয়েছে। সহিংসতায় জর্জরিত লাতিন আমেরিকার দেশটিতে রাজনীতিবিদদের ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। কর্তৃপক্ষ রবিবার এই তথ্য জানিয়েছে। শপথ নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মাঝে মেক্সিকোর চিলপানচিনগোর শহরের মেয়র আলেহান্দ্রো আরকোসকে হত্যা করা হয়েছে।</p> <p>গেরেরো রাজ্যের গভর্নর ইভলিন সালগাদো এক্স-এ লিখেছেন, ‘তাকে হারিয়ে গেরেরো সমাজ শোকের সাগরে পড়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘চিলপানচিনগোর মেয়র আলেহান্দ্রো আরকোসের হত্যাকাণ্ড আমাদেরকে ক্রোধান্বিত করেছে।’ তবে তিনি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি। </p> <p>আরকোসের প্রাতিষ্ঠানিক বিপ্লবী পার্টি ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি (পিআরআই) এই হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরো বলেছে, <br /> ‘যথেষ্ট সহিংসতা ও দায়মুক্তি ঘটেছে। গেরেরোর বাসিন্দাদের এমন আতঙ্কের মাঝে জীবনযাপন কাম্য নয়।’</p> <p>প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থানের কারণে ড্রাগ কার্টেলের সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেক্সিকান রাজ্যগুলোর মধ্যে গেরেরো অন্যতম। ২০০৬ সালে সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোজুড়ে চার লাখ ৫০ হাজারের বেশি লোককে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার নিখোঁজ রয়েছে।</p> <p>মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া শেইনবম ১ অক্টোবর দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন। জুনের নির্বাচন ঘিরে অন্তত ২৪ জন রাজনীতিবিদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।</p> <p>সূত্র : এএফপি</p>