<p>অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সেঞ্চুরি করেছেন শান মাসুদ। কিন্তু বিশেষ এই সেঞ্চুরিতে তেমন কোনো উদযাপনই করলেন না পাকিস্তানের অধিনায়ক। ক্রিস ওকসের বল স্কয়ার লেগে ঠেলে দিয়ে ব্যাট উঁচিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন তিনি।</p> <p>সৃষ্টিকর্তাকে যেন বললেন ধন্যবাদ; দীর্ঘদিনের সেঞ্চুরি খরা কাটানোর সুযোগ দেওয়ার জন্য। যেনতেন এক খরা নয়, দীর্ঘ সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মাসুদ। ৪ বছরের বেশি সময় পর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। দিনের হিসাবে ১৫২৪। মুলতান টেস্টে যাদের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন মাসুদ, সেই ইংল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ সেঞ্চুরি করেছেন তিনি। ২০২০ সালে ম্যানচেস্টার টেস্টের ১৫৬ রানের ইনিংসটি আবার তার ক্যারিয়ারসেরাও।</p> <p><iframe align="middle" frameborder="0" height="850" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://Twitter.com/i/status/1843213291767931302" width="800"></iframe></p> <p>মুলতানে সেঞ্চুরিটাও করেছেন দেখার মতো। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে তিন অঙ্ক স্পর্শ করেছেন মাসুদ। ১০২ বলের সেঞ্চুরিটি অধিনায়ক হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় দ্রুততম। ৫৬ বলে দ্রুততম সেঞ্চুরির মালিক মিসবাহ-উল-হক। একই সঙ্গে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা মিসবাহর সেঞ্চুরির পর পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির মালিকও মাসুদ।</p> <p>ইংল্যান্ডের বিপক্ষে নবম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন মাসুদ। আর ঘরের মাঠে প্রতিপক্ষদের বিপক্ষে সেঞ্চুরি করা তৃতীয় অধিনায়ক। তার আগে ইমজামাম-উল-হক ও বাবর আজম করেন। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন মাসুদ। সঙ্গে ক্যারিয়ার সেরা ইনিংসকে ছাড়িয়ে যাওয়ার পথে আছেন তিনি। অন্যদিকে তার মতো ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন আবদুল্লাহ শফিকও।</p> <p><iframe align="middle" frameborder="0" height="850" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/Sport360/status/1843210059511410911" width="800"></iframe></p> <p>দুজনের সেঞ্চুরিতে প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ এখন ১ উইকেটে ২৫৬ রান। দ্বিতীয় উইকেটে ২৪৮ রানের জুটি গড়েছেন মাসুদ-শফিক। ১৪৭ রান করা মাসুদের বিপরীতে ১০০ রানে অপরাজিত আছেন শফিক।</p>