<p style="text-align:justify">রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানকে কটাক্ষ করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টায় শহীদ আবু সাঈদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আবু সাঈদের বড় দুই ভাই উপস্থিত ছিলেন। </p> <p style="text-align:justify">সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আবু সাঈদ একজন গণ-অভ্যুত্থানের নায়ক। তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি মিথ্যাচার করেছেন এবং ছাত্র-জনতার আন্দোলনকে কটাক্ষ করেছেন। এ রকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”</p> <p style="text-align:justify">তাপসী তাবাসসুম উর্মির শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় ‘জেগেছে রে জেগেছে ছাত্র-জনতা জেগেছে, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, ম্যাজিস্ট্রেটের চামড়া, তুলে নেব আমরা, উর্মির দুই গালে জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, ‘অনলাইনে জানতে পারলাম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আওয়ামী লীগের দোসর সরকারি কর্মকর্তা হয়ে আবু সাঈদকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে সুশীলসমাজকে মায়াকান্না করতে বলেছেন। একজন কর্মকর্তা কিভাবে এত সাহস পান? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি, এই কর্মকর্তাকে স্থায়ীভাবে তার পদ থেকে বহিষ্কার করা হোক এবং তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা হোক।’</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, ‘আবু সাঈদ একজন গণ-অভ্যুত্থানের নায়ক, তাকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য আমরা কোনোভাবেই সহ্য করব না। যারা আবু সাঈদ সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন, তাদের আহ্বান জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে আবু সাঈদের প্রকৃত চরিত্র ও অবদান সম্পর্কে জানুন। আগে তাকে চিনুন, তারপর মন্তব্য করুন। এর পরও যদি কেউ এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন, তাহলে ছাত্র-জনতা আপনাদের ছাড় দিয়ে কথা বলবে না।’</p>