<p>চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১৮ কেজি ইলিশ, ভারতীয় ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি। সোমবার (৭ অক্টোবর) তাদের আটক করা হয়েছে বলে জানান ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। </p> <p>আটক ব্যক্তি ভারতের মালদা জেলার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রণজিৎ মণ্ডলের ছেলে অলক মণ্ডল (২২)।</p> <p>গোলাম কিবরিয়া জানান, অবৈধভাবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ইলিশ পাচার হবে, এই খবরে দুই দিন ধরে সোনামসজিদ বন্দরে বিজিবি টহল বাড়ানো হয়। এক পর্যায়ে সোমবার সকালে ভারতীয় একটি খালি ট্রাকে প্রায় ১৮ কেজি ইলিশ আটক করা হয়। </p> <p>অবৈধভাবে পাচারের দায়ে তার বিরুদ্ধে মামলা করে শিবগঞ্জ থানার পুলিশ।</p>