<p>টানা ১১ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল-কলেজে টানা ৯ দিন ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। সব মিলিয়ে ১১ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ।</p> <p>এদিকে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যুক্ত হবে ১৩ অক্টোবর (রবিবার) দুর্গাপূজার দশমীর ছুটি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাদের-নানক-হারুন প্রসঙ্গে যা জানাল র‍্যাব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728207572-0dc62a6ddc91225a51d8ad63aad4d226.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাদের-নানক-হারুন প্রসঙ্গে যা জানাল র‍্যাব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/06/1432377" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ৯ অক্টোবর, যা চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর থেকে।</p> <p>এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর।</p>