<p>পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির  ফলে ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে দ্রুত জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।</p> <p>আজ রবিবার এক বিবৃতিতে জি এম কাদের এ আহ্বান জানান। </p> <p>বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের উত্তর-মধ্যাঞ্চলের বন্যায় অন্তত পাঁচজন নিহতের ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাদের-নানক-হারুন প্রসঙ্গে যা জানাল র‍্যাব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728207572-0dc62a6ddc91225a51d8ad63aad4d226.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাদের-নানক-হারুন প্রসঙ্গে যা জানাল র‍্যাব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/06/1432377" target="_blank"> </a></div> </div> <p>বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরি সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। তাদের মাঝে খাবার, ওষুধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে। দ্রুততার মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে হবে। বন্যার্তদের বাঁচাতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রলীগকে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728208373-a8ad113e6ca82416c15537b4ca1c3d51.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রলীগকে নিষিদ্ধ করতে ৭ দিনের আলটিমেটাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/06/1432380" target="_blank"> </a></div> </div> <p>অপর এক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে হবে।</p>