<p>আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার এখন ঋষভ পন্ত। অথচ দুই বছর আগে মারাত্বক সড়ক দুর্ঘটনায় তিনি পৌঁছে গিয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে! দু:স্বপ্নের ওই অতীত পেছনে ফিলে দারুণ প্রত্যাবর্তন করেছেন তিনি ক্রিকেটের মাঠে। ঝড় তুললেন তিনি সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আইপিএলের মেগা নিলামের টেবিলেও। রেকর্ড ২৭০ মিলিয়ন রুপিতে এই উইকেটরক্ষক ব্যাটারকে নিজেদের দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস।</p> <p><img alt="1" height="500" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/25/my1198/25-11-2024-p13-3 (1).jpg" style="float:left" width="400" /></p> <p>২৬৭.৫ মিলিয়ন রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস। পন্তকে লখনউ কেনার আগে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় বনে গিয়েছিলেন আইয়ার। পাঞ্জাবের টাকার ঝনঝনানিতে মিনিট ত্রিশেকও টেকেনি তাঁর রেকর্ড। গতবছর রেকর্ড ২৪.৭৫ কোটিতে বিক্রি হওয়া মিচেল স্টার্ককে এবার ১১.৭৫ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ২৩.৭৫ কোটি রুপিতে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে হাতুড়ির নীচে ভাগ্য লেখা হবে মোট ৫৭৭ জন ক্রিকেটারের। তালিকায় আছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার।</p> <p>২৭ বছরের পন্তকে পেতে শুরু থেকে ঝাঁপিয়ে পড়ে নামে লখনউ। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াইয়ে ছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু দাম দশ কোটি রুপি উঠতেই রণেভঙ্গ দেয় বেঙ্গালুরু। এরপর লখনউর সঙ্গে লড়াই জমে উঠে সানরাইজার্স হায়দরাবাদের। ২০ কোটি ৭৫ লাখ রুপী দাম উঠার পর সরে পড়ে হায়দরাবাদও। পন্তকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেস্টা করে দিল্লি ক্যাপিটালস। কিন্তু লখনউ এক লাফে ২৭ কোটি রুপি দাম হাঁকালে আর এগোয়নি কেউ। এএফপি </p>