<p style="text-align:justify">সাম্প্রতিক জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যনির্বাহী কমিটি অকার্যকর হয়ে পড়ায় নবম বিসিএস ফোরামের এক বিশেষ সাধারণ সভা গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় নবম বিসিএস ফোরামের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখার স্বার্থে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ৪১-সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসি সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিপিআইএস মহাসচিব নির্বাচিত হন। গতকাল রবিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align:justify">কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি, ড. মোঃ আনোয়ার উল্লাহ এফসিএমএ (প্রশাসন), ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূঁইয়া (কর), এস এম মাসুদুর রহমান, সাকিউন নাহার বেগম, এনডিসি, মোঃ ওয়াহিদুর রহমান (পররাষ্ট্র)। যুগ্ম-মহাসচিব মোহাম্মদ ফারুক আলম, এ.টি.এম. মনেমুল হক (তথ্য), মোঃ রফিকুল ইসলাম (অডিট)। অর্থ সম্পাদক/কোষাধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী (টেলিকম), যুগ্ম অর্থ সম্পাদক মোঃ নুরুল আমিন (অডিট), দপ্তর সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম খান, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ শাহাদাৎ হোসাইন, ক্রীড়া সম্পাদক আবুল বায়েছ মিয়া, যুগ্ম ক্রীড়া সম্পাদক  আবুল হাসান খান (আনসার), সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌসি বেগম (তথ্য), যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক মোঃ আছির উদ্দিন সরদার (টেলিকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তা গাউছুল হক, সমাজকল্যাণ সম্পাদক এ বি এম বদিউজ্জামান (ডাক),যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক,মোহাং আবু তাহের চৌধুরী (কর) সদস্য মোঃ সামছুল আলম, মোঃ রেজাউল হায়দার, মোঃ হাফিজুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ মাহবুবুল ইসলাম, মো আব্দুল্লাহ আল-মামুন, মোঃ আবু তাহের চৌধুরী (সমবায়), মোঃ রোকন উদ-দৌলা, এ, এইচ, এম আহাসান (কর), সৈয়দ গোলাম কিবরীয়া (কাস্টমস), মোঃ শাজাহান, শেখ সেকান্দার আলী (পররাষ্ট্র), মোঃ তাজুল ইসলাম মিঞা, মোঃ শফিকুর রহমান, নিশ্চিন্ত কুমার পোদ্দার, মোহাম্মদ জাকের হোছাইন, মোঃ রফিকুল ইসলাম, এ কে এম মাসুদুর রহমান ও কৃষ্ণ চন্দ্র চাকমা।</p>