<p>লা লিগায় লেগানেসকে উড়িয়ে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার পাশাপাশি রিয়ালের জন্য বড় স্বস্তি আক্রমণভাগে জ্বলে উঠলেন এমবাপে-ভিনিসিয়ুস-বেলিংহামরা। </p> <p>প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে রিয়াল ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে। এমবাপ্পের গোল করার পাশাপাশি টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন জুড বেলিংহাম। অন্য গোলটি ফেদে ভালভার্দের।</p> <p>বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৪৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ভিনির সহায়তায় দারুণ এক গোলে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন এমবাপ্পে। বক্সের ডান দিক থেকে বল পেয়ে এমবাপ্পেকে পাস দেন ভিনিসিয়ুস, সহজেই তা জালে জড়ান ফরাসি তারকা। ৬৬ মিনিটে ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোল করেন ফেদরিকো ভালভার্দে। ৮৫ মিনিটে দলের তৃতীয় গোল আসে জুড বেলিংহামের পা থেকে। ব্রাহিম দিয়াজের মারা শট বারে লেগে ফেরত এলে তা জালে জড়ান বেলিংহাম।</p> <p><img alt="১" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/25/my1198/াুপচব.jpg" width="1000" /></p> <p>এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের উড়ে যাওয়ার পরই অনেকে লা লিগার এই মৌসুমের শেষ দেখে ফেলেছিলেন। সেই ম্যাচের পর দুই দলের পয়েন্টের পার্থক্য ছিল ৬। কিন্তু মাত্র কয়েক ম্যাচের ব্যবধানেই বেশ ভালোভাবেই লড়াইয়ে ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন ব্যবধান ৪। তবে রিয়াল এক ম্যাচ কম খেলেছে। </p> <p>বড় জয়ের পাশাপাশি রিয়ালের জন্য বড় স্বস্তি আক্রমণভাগকে ভিন্নভাবে খেলানোর সমাধান খুঁজে পাওয়া। গতকাল জায়গা বদলে এমবাপ্পেকে খেলানো হয় উইংয়ে এবং মাঝে খেলানো হয় ভিনিসিয়ুসকে। এর সুফলও পেয়েছে রিয়াল। </p> <p>এই জয়ে ১৩ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট ৩০। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা আছে ৩৪ পয়েন্টে।</p>