<p>শীতের আগমনে সাজ সাজ রব উঠেছে ফ্যাশন হাউসগুলোয়। নকশায় ওয়েস্টার্ন, ফিউশন নাকি দেশীয়? কে কোন ধরনের শীত পোশাকে তৈরি করবেন নিজস্ব স্টাইল, চলছে তারই জল্পনা-কল্পনা ও প্রস্তুতি। ডিজাইনারদের সঙ্গে কথা বলে লিখেছেন অলকানন্দা রায়।</p> <p>কার্তিকের হেমন্তলক্ষ্মী হালকা কুয়াশার ঘোমটা মাথায় গাইতে শুরু করেছে হিমের গান। গায়ে লাগছে শিরশির কাঁপুনি। এই কাঁপুনি রুখতেই শীতের ধরনভেদে বিশ্বজুড়ে ফ্যাশন ডিজাইনাররা তৈরি করছেন নানা রকম পোশাক। সে পোশাক আবার যেনতেন হলে চলবে না। থাকবে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। এরই মধ্যে শীত উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজে উঠেছে নতুন পোশাকের বাহারি সম্ভারে। এবারও নতুন থিমে নতুন প্যাটার্নের শীত পোশাক নিয়ে এসেছে সেইলর। প্রতিষ্ঠানটির সিনিয়র ডিজাইনার মাহমুদা আমিন সুইটি বললেন, ‘শীত মানেই নানা রং, কাপড় ও ফ্যাশনের বৈচিত্র্য।</p> <p>আমাদের দেশে তিন ধাপে শীত পড়ে। হালকা, মাঝারি এবং কনকনে ভারী শীত। তাই পোশাকও বেছে নিতে হয় সেই মোতাবেক। তিন ক্যাটাগরির শীত পোশাকই পাওয়া যাবে সেইলরে। স্টাইলিশ ফ্যাশনের সঙ্গে শীতে আরামের বিষয়টিও বরাবরের মতো প্রাধান্য দিয়েছি আমরা।’</p> <p>পোশাকে এমব্রয়ডারি, অ্যাপলিক, প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, স্কিন প্রিন্ট, জিওমেট্রিক মোটিফের কাজ করা হয়েছে। ফেব্রিক্স হিসেবে ব্যবহার হয়েছে লেদার, ফ্লোর লেদার, শ্যালো ইত্যাদি। চিরচেনা ব্লেজারে এসেছে নতুনত্ব। ব্লেজারে থাকছে তিনটি পার্ট—টপ, প্যান্ট ও ব্লেজার। এগুলোর কাটিংও বেশ নজরকাড়া। রঙের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হয়েছে উজ্জ্বলতা। শীতের আবহাওয়ায় চারপাশ কেমন বিষণ্ন লাগে। পোশাকের চটকদার লাল, হলুদ, সবুজ, নীল রং বিষণ্নতাকে দূরে ঠেলে মন করে তুলবে ফুরফুরে। </p> <p>শীতে সাধারণত শ্রাগ, জ্যাকেট, ব্লেজার, ডেনিম টপস, কটি এগিয়ে থাকে। গ্রামে বেশ শীত অনুভব হলেও শহরে এখনো তেমন জেঁকে বসেনি। শহরে হালকা শীতের পোশাকেই কাজ সারছে নগরবাসী। এ ক্ষেত্রেও সবচেয়ে বেশি চলছে ডেনিমের ক্যাজুয়াল শার্ট ও টপস। ফ্যাশনপ্রেমীদের হালের ট্রেন্ডে এমন পোশাকের ব্যবহারও বেশ নজরকাড়া। বিশ্ব ফ্যাশনের সঙ্গে পাল্লা দিয়ে এই সময়ের তরুণীরা পাল্টে নিতে চায় নিজের স্টাইল। সে ক্ষত্রে নিজস্ব স্টাইল তৈরি করতে চাইলে ফ্যাশনে যোগ করতে পারেন লেয়ারিং। এটি হলো কয়েক স্তরে ফ্যাশনেবল পোশাক পরার কৌশল। শীতে এমন লেয়ারযুক্ত পোশাকের ব্যবহার এবারও বাড়বে বলে মনে করেন ডিজাইনাররা। ফ্যাশন ব্র্যান্ড লা রিভের ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মারুফা ইয়াসমিন বললেন, ‘হালকা শীতে শর্ট, লং স্লিভ, স্লিভলেস  বা যেকোনো ধরনের ইনারের সঙ্গে যোগ করতে পারেন হালকা ধরনের শ্রাগ, জ্যাকেট ও কটি। কিংবা লম্বা হাতার টপেও শ্রাগ বা কোটির ফ্যাশন থাকবে টপে। এতে যে শুধু লুকেরই পরিবর্তন আনবে তা-ই নয়, দেখতেও লাগবে তারুণ্যদীপ্ত। এবারও তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে বর্ণিল ফ্যাশনেবল শীত পোশাকের ডিজাইন করেছে লা রিভ। ওয়েস্টার্ন ও দেশীয় দুই ধরনের শীত পোশাক থেকেই পছন্দের পোশাক বেছে নিতে পারবেন ক্রেতারা।’</p> <p>শীতের পোশাকের আয়োজনে প্যাটার্ন ও কাপড়ে বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। কটন ও ভিসকসের সঙ্গে উষ্ণতা নিশ্চিত করতে সিঙ্গেল জার্সি, ফ্রেঞ্চ টেরি, ইন্টারলক ও মোডালের মতো নিট ফেব্রিক ব্যবহার করেছে তারা। চেক, টুইড, উলেন, প্রিন্স অব ওয়েলসের মতো উষ্ণ ও আরামদায়ক কাপড়ের পোশাক এনেছে লা রিভ। চলতি ট্রেন্ড থেকে বাছাই করা প্যাটার্নেও নজর দিয়েছে তারা। হাল আমলের ল্যাপেল কলার, শল কলার, স্টেটমেন্ট কলার, লুজ স্লিভ, ভি-নেক বোটনেক ও স্টেটমেন্ট কলার, রেট্রো ফ্লেয়ারের মতো ট্রেন্ডি প্যাটার্নে সেজেছে শীত পোশাক।</p> <p>নারীদের জন্য রয়েছে সিঙ্গেল ও ডবল ব্রেস্টড জ্যাকেট, ওপেন ফ্রন্ট জ্যাকেট, স্টেটমেন্ট ব্লেজার, সোয়েটার, কার্ডিগান, ট্রেঞ্চ জ্যাকেট, হুডি টিউনিক, সোয়েটশার্ট ও শাল। শীত ফ্যাশনে ক্যাজুয়াল লুক পেতে সব বয়সী নারীরা ডেনিম, করডোরি, টুইড, উলেন, হাউন্ডসটুথ, প্রিন্স অব ওয়েলসের মতো ভারী কাপড়ের শার্ট পরতে পারেন। পাশাপাশি প্রিন্ট, চেক, স্ট্রাইপ, ক্ল্যাসিক চেক এবং স্ট্রাইপ এমন ধরনের কাপড়ের শার্টও জিন্সের সঙ্গে ভালো লাগবে। ডেনিমের টপস, টিউনিক, জ্যাকেট, শ্রাগের সঙ্গে হালকা শীতের জন্য উইন্ড ব্রেকার, শাল ও ডেনিম জ্যাকেটেও এসেছে নতুনত্ব। মেয়েদের আঁটসাঁট জিন্সের বদলে ঢিলেঢালা জিন্সও বেশ ট্রেন্ডি এবার। ব্যাগি, স্ট্রেট কাট, বুটকাট লেগ, ফ্লেয়ার জিন্স দারুণ মানিয়ে যাবে কিশোরী থেকে মধ্যবয়সী নারীদের।</p> <p>একটা সময় শীতের পোশাক মানেই ছিল সোয়েটার, জ্যাকেট। এখন এমন পোশাকের পাশাপাশি ফিউশনধর্মী পোশাকও জায়গা করে নিয়েছে ট্রেন্ডে। চিরচেনা জ্যাকেটের আঁটসাঁট ধাঁচ থেকে বেরিয়ে যোগ হয়েছে নানা রকমের বৈচিত্র্য। একই কাপড়, রং, নকশায় জায়গা করে নিয়েছে বিভিন্ন প্রিন্টের ডিজাইন ও এনিম্যাল বা ফিগার মোটিভ। কাপড়েও রয়েছে ভিন্নতা। করডোরি জ্যাকেট, ক্রপ, ডেনিম, লেদার, ক্যানভাস, টুইল কিংবা কটন জ্যাকেট সর্বজনপ্রিয়। শীত স্টাইলে সব সময়ই এগিয়ে থাকে ব্লেজার। এখন সুতির কাপড়ে কো-অর্ড ধারায় বিভিন্ন স্টাইলের ব্লেজার তৈরি হচ্ছে। ফরমাল কিংবা ক্যাজুয়াল যেকোনো লুকের জন্যই ব্লেজারের তুলনা নেই। এই হালকা শীতে ফিটেড ব্লেজার বেশ মানিয়ে যাবে। জানালেন লা রিভের ডেপুটি ম্যানেজার মারুফা ইয়াসমিন। ট্র্যাডিশনাল সেগমেন্টে যোগ হয়েছে সালোয়ার-কামিজ, টিউনিক, সিঙ্গেল কামিজ, আবায়া, শ্রাগ, কাফতান, টপ, লং ড্রেস, কেপ, টপ-বটম সেট ও শাড়ি। হালকা শীতে পরার জন্য ফুল-স্লিভ টি-শার্ট ও সোয়েটার পোলোর নতুন স্টাইলগুলো ক্রেতাকে স্টাইল ও আরাম দুটোই এনে দেবে।</p>