<p>চ্যাম্পিয়নস ট্রফির সময় ঘনিয়ে আসছে। কিন্তু সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান সফরের বিষয়ে এখনো কোনো সবুজ সংকেত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।</p> <p>পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের বরাতে জানা গেছে, ভারতের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে। সেই বার্তায় ভারতকে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের অংশগ্রহণ নিয়ে হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে দিতে বলা হয়েছে। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদন থেকে ভারতের প্রতি পাকিস্তানের এই কঠোরতার ব্যাপারে জানা গেছে। এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলেও শোনা গেছে।</p> <p>এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিভাবে প্রকাশ করেনি আইসিসি। সাধারণত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে তিন মাসে আগেই এটা করে থাকে তারা। তবে ফাঁস হওয়া সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা। </p> <p>যদি ভারত প্রত্যাখ্যান করে, তাহলে আইসিসির বিকল্প ভাবনা রয়েছে বলে ধারণা পাওয়া গেছে। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কা হতে পারে ভারতের ভেন্যু।</p>