<p>কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে তখন নির্ধারিত সময়ের খেলা চলছিল। ঠিক এই মুহূর্তে হেডে গোল করে বাংলাদেশকে বাঁচালেন শামসুন্নাহার জুনিয়র। অন্যথা, নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরের রাখার মিশনে পাকিস্তানের কাছে হারতে হতো বাংলাদেশকে। </p> <p>শেষ মুহূর্তের রোমাঞ্চে তাই ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বাংলাদেশ কোনো মতে বাঁচলেও শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশ পাকিস্তানের মেয়েরা। এখন শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করতে পারলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মহাদেশিয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার সুযোগ পাবে।</p> <p>কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নেমে আধিপত্যই দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ৪ শটের বিপরীতে ১৬ শটই প্রমাণ। ম্যাচের মতোই প্রথমার্ধে বল পজিশন এবং আক্রমণে বেশ এগিয়ে থেকেও ফল পায়নি বাংলাদেশ। উল্টো ৩১ মিনিটে পিছিয়ে পড়ে।  পাকিস্তানের লিড নেওয়া গোলটিতে অবশ্য বাংলাদেশি ডিফেন্ডার শিউলি আজিমের অবদান আছে। সতীর্থকে বল দিতে গিয়ে ঠিকমতো পাস দিতে না পারায় পাকিস্তানের ফরোয়ার্ড জাহমিনা মালিক পান। বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি তিনি। এরপর বাংলাদেশ চেষ্টা করেও শোধ দিতে পারছিল না।</p> <p>বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে গোল প্রায় করেই ফেলেছিলেন ঋতুপর্ণা চাকমা। কিন্তু ৪৩ মিনিটে তার নেওয়া দূরপাল্লার শটে বাধা হয়ে দাঁড়ায় গোলবার। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে। </p> <p>দ্বিতীয়ার্ধে নেমে গোলশোধ দিতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তার ফলও প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। তবে ৭২ মিনিটে মনিকা চাকমার শট বাঁচিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক নিশা আশরাফ। এর ৫ মিনিট পরেই অবশ্য ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় পাকিস্তান। তবে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ড আমিনা হানিফ। বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমাকে একা পেয়ে বলকে জালে জড়াতে পারেননি। আমিনা বল নিয়ে বক্সের মধ্যে ঢুকতেই সামনে এসে তালুবন্দি করেন রুপনা।</p> <p>৮২ মিনিটে গোল শোধ দেওয়ার আরেকটি সুযোগ পায় বাংলাদেশ। তবে বক্সের বাইরে থেকে নেওয়া শামসুরনাহার জুনিয়রের শটটি জোরালো না হওয়ায় গোলরক্ষক নিশা ধরে ফেলেন। তবে শেষ কয়েক মিনিটে আক্রমণের পর আক্রমণ করতে থাকেন শামসুরনাহার-মনিকারা। তার ফল হিসেবে ম্যাচের যোগ করা সময়ে সেই মুহূর্তটি আসে। যোগ করা সময়ের প্রথম মিনিটে ঋতুপর্ণার ক্রসে সুযোগ পেয়ে হেডে বল জালে জড়াতে ভুল করেননি শামসুন্নাহার।</p>