<p>চ্যাম্পিয়নস লিগে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা জয় তুলে নিয়েছে লিভারপুল। টানা জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও। লাইপজিগকে তারা হারিয়েছে ৩-২ গোলে।</p> <p>লিভারপুলের জয়ের রাতে অ্যানফিল্ডের রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। গোল করেছেন, গোল করিয়েছেনও। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে এটি সালাহর টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারও নেই। সালাহ আরেকটি রেকর্ডও করেছেন। আফ্রিকান খেলোয়াড় হিসেবে  চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলও এখন তার। দুইয়ে থাকা দিদিয়ের দ্রগবার গোল সংখ্যা ৪৪। </p> <p>অ্যানফিল্ডে লিভারপুল প্রথম লিড নেয় ১১ মিনিটে। সালাহর পাস থেকে গোল করেন আলেক্সিস ম্যাক আলিস্টার। লিভারপুলের জার্সিতে কোনো আর্জেন্টাইনের চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল এটি। ৭৫ মিনিটে সালাহ নিজে গোল করেন। ডমিনিক সোবোসলাইয়ের বানিয়ে দেওয়া বল থেকে ব্যবধান ২-০ করেন তিনি। টানা দুই ম্যাচ জিতে (প্রথম ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছিল) চ্যাম্পিয়নস লিগের যাত্রাটা ভালো হয়েছে আর্নে স্লটের দলের। </p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/03/my1198/xfvdgbfhn.jpg" width="1000" /></p> <p>অন্য ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জুভেন্টাসের কাছে হেরেছে লাইপজিগ। ৩০ ও ৬৫ মিনিটে গোল করে দুইবার এগিয়ে দেন বেঞ্জামিন সেসকো। ৫০ ও ৬৮ মিনিটে দুটি গোল শোধ করে দেন দুসান ভ্লাহোভিচ। ৫৯ মিনিটে লাল কার্ড খেয়ে ১০ জনে পরিণত হওয়া জুভেন্টাস ৮২ মিনিটে চিকো কাইসেদোর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।</p>