<p>গাজীপুরের কালিয়াকৈরে বৃক্ষরোপণ করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। বুধবার (২ অক্টোবর)  বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে সফিপুর মডেল স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।</p> <p>স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন সংগঠনটির সদস্যরা।</p> <p>বৃক্ষরোপণ প্রসঙ্গে সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি। এ আন্দোলনে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছে। তাদের স্মরণে আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা শাখার সহসভাপতি সাদিয়া সামাদ দিপ্তি, সাংগঠনিক সম্পাদক ওমর চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য শনকিম সরকার, শরিফুল্লাহ রাজ ও নোবেল ইসলাম।</p>