<p>বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে চলেছে! নতুন এক গবেষণায় জানা গেছে, হিমালয়ের অরুণ নদীতে ভূমিক্ষয়ের ফলে প্রতি বছর এভারেস্টের উচ্চতা কিছুটা করে বেড়ে যাচ্ছে। </p> <p>ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন বা ইউসিএলের বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি বছর এ উচ্চতা দুই মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মূলত, অরুণ নদীর পলিমাটি সরে গিয়ে তৈরি হওয়া চাপের কারণেই এভারেস্ট আরও উঁচুতে উঠে যাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এলন মাস্কের নতুন উদ্যোগ: স্টারলিংকের আদলে মঙ্গল হবে হবে মার্সলিংক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731476409-77361b0e4e8ae827383a3869051f8ca5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এলন মাস্কের নতুন উদ্যোগ: স্টারলিংকের আদলে মঙ্গল হবে হবে মার্সলিংক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/13/1446108" target="_blank"> </a></div> </div> <p>গবেষণায় বলা হয়েছে, অরুণ নদী প্রচণ্ড গতিতে বয়ে গিয়ে তার চলার পথের পাথর ও মাটি ক্ষয় করে বয়ে নেয়। এর ফলে ভূত্বকের নিচে ম্যান্টেল স্তরের ওপরে চাপ পড়ে। এই চাপই আইসোস্ট্যাটিক রিবাউন্ড প্রক্রিয়ায় এভারেস্ট ও আশেপাশের অন্যান্য পর্বতশৃঙ্গগুলিকে ওপরে ঠেলে দেয়।</p> <p>গবেষকরা জানিয়েছেন, এটি অনেকটা ভারী মাল বহনকারী জাহাজের মতো। জাহাজ থেকে মাল ফেলে দিলে সেটি হালকা হয়ে উপরে উঠে এভারেস্টের ক্ষেত্রেও ব্যাপারটা এমন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্য প্রাণীরা আগুন দেখে ভয় পায় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731406960-fe25c93cff64f07d33cc721dcc2e91a3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্য প্রাণীরা আগুন দেখে ভয় পায় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445765" target="_blank"> </a></div> </div> <p>প্রায় ৪ থেকে ৫ কোটি বছর আগে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয়ের সৃষ্টি হয়েছিল, এবং এখনো সেই সংঘর্ষের ফলেই হিমালয়ের উচ্চতা বেড়ে চলেছে।</p> <p>তবে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষকরা বলছেন, এভারেস্টের উচ্চতা বাড়ানোর জন্য প্লেটের ঘাত-অভিঘাত ছাড়াও অরুণ নদীর ভূমিক্ষয়ের ভূমিকা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে আসছে লোমশ ম্যামথ!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731395315-e21750c9d1f3737030ba3467dabe9743.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে আসছে লোমশ ম্যামথ!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445713" target="_blank"> </a></div> </div> <p>কিছু বিজ্ঞানী এই তত্ত্বটি বিশ্বাসযোগ্য মনে করলেও পুরোপুরি নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন।</p> <p>অরুণ নদীর ক্ষয়প্রক্রিয়া এবং তার আশেপাশের পর্বতশৃঙ্গগুলির উপর প্রভাব সম্পর্কে সঠিক পরিসংখ্যান ও সময়কাল নির্ধারণ করাও এক বড় চ্যালেঞ্জ। তবুও, এ গবেষণা মাউন্ট এভারেস্টের উচ্চতার বৃদ্ধি এবং নদীপ্রভাবের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মঙ্গলে প্রাচীন সমুদ্র আবিষ্কার করেছে ঝুরং" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731391897-cbc76017f7a8e576da1ded8d0c3ff342.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মঙ্গলে প্রাচীন সমুদ্র আবিষ্কার করেছে ঝুরং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445702" target="_blank"> </a></div> </div> <p>এই গবেষণায় আরও একবার প্রমাণিত হচ্ছে যে ভূত্বক একটি গতিশীল প্রক্রিয়া। অরুণ নদীর মতো একটি দূরবর্তী নদীও বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতায় পরিবর্তন আনতে পারে।</p> <p>সূত্র: বিবিসি</p>